রকেট এর মাধ্যমে খুব সহজে ঘরে বসে SaltSync এর Internet বিল পরিশোধ করুন
SaltSync ব্যবহারকারীরা এখন রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখানো হলো।
ধাপে ধাপে রকেট দিয়ে বিল পরিশোধের পদ্ধতি:
১. রকেট অ্যাপে প্রবেশ করুন
প্রথমে আপনার মোবাইলে Rocket অ্যাপটি খুলুন এবং লগইন করুন।
২. "Bill Pay" অপশন নির্বাচন করুন
হোম স্ক্রিন থেকে Bill Pay অপশনটি সিলেক্ট করুন।
৩. SaltSync-এর বিলার আইডি নির্বাচন করুন
সার্চ অপশনে 2307 টাইপ করুন। এটি SaltSync-এর Biller ID। নির্বাচন করুন।
৪. বিল সংক্রান্ত তথ্য দিন
এখন আপনার বিল পরিশোধের জন্য কিছু তথ্য দিতে হবে:
- Bill No: এখানে আপনার User ID লিখুন। (যেমন: 5210)
- Beneficiary Name: এখানে আপনার নাম লিখুন।
৫. সাবমিট করুন
সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর Arrow বাট ক্লিক ক্লিক করে ধরে রাখুন ।
৬. পেমেন্ট সম্পন্ন!
আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
যদি কোনো সমস্যা হয়?
যদি বিল পরিশোধে কোনো সমস্যা হয়, তাহলে SaltSync কাস্টমার কেয়ার-এর সাথে যোগাযোগ করুন।
এভাবেই খুব সহজে রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে SaltSync-এর ইন্টারনেট বিল পরিশোধ করা সম্ভব।
ধন্যবাদ! 😊